
কাউসার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে নবর্নিবাচিত চেয়ারম্যান রুবেল আহমেদ ও কমলাপুর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মৃধা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মতিউিল ইসলাম চৌধুরী। আজ বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় এ শপথ পাঠ করান তিনি। এসময় দুটি ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।
শপথ গ্রহনকারী ভুরিয়া ইউনিয়নের নির্বাচিত সদস্যরা হলেন, জাকিয়া সুলতানা, হোসনেয়ারা বেগম, মোসাঃ লাইজু, মোঃ দলিল উদি মৃধা, আনোয়ার হোসেন আকন, আঃ রহমান সিকদার, মোর সরওয়ার হোসেন, জুয়েল মাঝি, আবুল কালাম হাওলাদার, জয়নাল আবেদীন মোল্লা ও ছালাম হাওলাদার।
কমলাপুর ইউনিয়নের রুম্মানা খান, মোসাঃ সাথী, মোসাঃ নাজমা বেগম, আঃ ওহাব রাড়ী, আঃ মালেক হাওলাদার, আলাউদ্দিন মোল্লা, মোতালেব মৃধা, আবুল হোসেন, জসিম উদ্দিন, মনির হোসেন সিকদার, সোহরাব মোল্লা ও শাহজাহান হাওলাদার।
এ শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ প্রমুখ রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাবৃন্দ।
আই.এ/পাবলিক ভয়েস