
বিজেপি ক্ষমতায় ফিরলে তিন তালাকের অবসান করে ছাড়বেন আগেই তা ঘোষণা দিয়েছিল মোদি সরকার। গত বৃহস্পতিবার লোকসভায় তিন তালাক বিল পাশ হওয়ার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে তিন তালাক বিল। আর এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুসলিম মহিলাদের একাংশ।
তাত্ক্ষণিক তিন তালাক বিধান অসাংবিধানিক আখ্যা দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। এরপর কড়া আইন আনে কেন্দ্রীয় সরকার। কিন্তু লোকসভায় বিলটি পাশ হলেও আটকে যায় রাজ্যসভায়। মুসলিম নেতারাসহ অনেকে বিলটির বিরোধিতা করে। লোকসভা ভোটে তিন তালাক নিয়ে সরব হয়েছিল বিজেপি।
প্রধানমন্ত্রী প্রচার করেন, সরকার ক্ষমতায় আসলে তিন তালাক প্রথার অবসান করেই ছাড়বে। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, বিজেপি সে কারণে বিষয়টি এড়িয়েই গিয়েছিল তারা। এদিকে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্ট দাবি করে বলছে, শুধুমাত্র তিন তালাক ইস্যুতেই বিজেপিকে ভোট দিয়েছেন বহু মুসলিম মহিলা।
মোদী নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতেই বিজেপি সংখ্যালঘু সেলের একাংশ মহিলারা প্রচার করেছিলেন, মোদী খুদা কা নুর হ্যায়, ভারত কা কোহিনুর হ্যায়। উমা বানো, নুরজহান, শাবিনা বেগমের মতো মুসলিম মহিলারা বলেছিলেন, তিন তালাক, হালালার মতো প্রথা থেকে মুক্তি দেবেন মোদী। তিন তালাক থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নমো।
আইএ/পাবলিক ভয়েস