
গাজীপুর মহানগরীর চেরাগআলী এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পাই।
খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেশিনের ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস