
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনোমিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেন। সোমবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যান তিনি। ফারজানা রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতালে আনার আগে থেকেই তিনি ডেঙ্গুতে প্রচণ্ডভাবে আক্রান্ত ছিলেন। ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে তখনই তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে ফারজানার মৃত্যু হলে স্বজনরা তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল খান।
এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃতের সংখ্যা দাঁড়ালো আটজনে। যাদের মধ্যে ছয়জনই নারী। প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সোমবারের তথ্যমতে, দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে এবং গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
আই.এ/পাবলিক ভয়েস