পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
পাকবাহিনীর ছোট প্রশিক্ষণ বিমানটি জিজি গ্রামে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সাকিব ও লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিমসহ ১৭ জন। ১২ জন আহত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
ডেইলি পাকিস্তান থেকে অনুবাদকৃত
আই.এ/পাবলিক ভয়েস