
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের উদ্যোগে প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. আবদুল করিম স্মারক বক্তৃতা ২৯ জুলাই দুপুর ১২ টায় চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে ‘উপমহাদেশে ইতিহাস চর্চার আলোকে অধ্যাপক আবদুল করিম’ শিরোনামে স্মারক বক্তৃতা প্রদান করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. অমিত দে।
প্রধান অতিথি তার বক্তব্যে উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল করিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন প্রফেসর আবদুল করিম একজন সত্যানুসন্ধানী সফল গবেষক ও ইতিহাসবিদ যিনি বাংলার মুসলমানদের ইতিহাস চর্চার পথিকৃৎ। সর্বপ্রথম তিনিই বাংলার মুসলমানদের সামাজিক ইতিহাস সম্পর্কে গবেষণা করে বাংলার ইতিহাস চর্চায় যুক্ত করেছেন এক নতুন মাত্রা।
এই কীর্তিমান ইতিহাসবিদ তার সুদীর্ঘ গবেষণা জীবনে বাংলা ও ইংরেজি ভাষায় বহু গবেষণাধর্মী ও মৌলিক গ্রন্থ রচনা করেছেন যা বাংলা সাহিত্য ভান্ডারকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি বাংলার ইতিহাস চর্চার ক্রমবিকাশের দ্বার উন্মোচিত করেছে। প্রফেসর আবদুল করিম বাংলার মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ইতিহাস চর্চায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলার ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
চবি ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর বকুল চন্দ্র চাকমা-এর সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. সালমা বিনতে শফিক এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।