
সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানরত প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনা ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঘরে বসে না থেকে দেশ ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বন্যার্তদের পাশে থাকতেও দলীয় নেতাকর্মীদের বলেছেন তিনি।
আজ সোমবার আ.লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় লন্ডন থেকে ফোন করে এই নির্দেশ দেন তিনি। ওই সভায় লন্ডন থেকে মোবাইল ফোনে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে মোবাইলের লাউড স্পিকারে বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে মাঠে নাম। এরপরই তিন দিনের কর্মসূচি নির্ধারণ করে আ.লীগ।
সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, প্রায় ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে আমাদের করণীয় আছে। শুধু সরকারি দায়িত্ব পালনের মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমিত রাখতে চাই না। দলীয় ভাবে আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিন দিন ব্যাপী সচেতনতামূলক, সতর্কতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পালন করব।
তিনি বলেন, ৩১ জুলাই, ২আগষ্ট ও ৩ আগস্ট ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা বাংলাদেশের জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব। এর সঙ্গে সতর্কতা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করব।
ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের বেফাঁস মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদেরকে (দুই মেয়র) যা বলা প্রয়োজন ছিল তা বলে দেওয়া হয়েছে। যখন যার সঙ্গে কথা বলা দরকার বলছেন। তাদের কথা বার্তায় স্লিপ হতে পারে, তারাও তো মানুষ। তবে তাদের আন্তরিকতা আছে। প্রধানমন্ত্রী প্রতিদিনই দুই মেয়রের সঙ্গে কথা বলছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রথম দিকে ডেঙ্গু এতটা প্রকট হবে এটা হয়তোবা কেউ ভাবেনি। যখন এর বিস্তার ভয়াবহ পর্যায়ে চলে এসেছে তখন কিন্তু আমরা কেউ নিষ্ক্রিয় থাকিনি।
ডেঙ্গু মশা নিধনে কার্যকর ওষুধ ছিটানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনার মাধ্যমে কি এটা প্রমাণিত হয়ে, আগের ওষুধ অকার্যকর ছিল কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সেটা না, দীর্ঘ দিন পরে থাকার কারণে ওষুধের কার্যকারিতা হারাতে পারে, এর জন্যই কার্যকর ওষুধ প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আ.লীগের ছয়টি টিম কার্যক্রম অব্যাহত রেখেছে। শুধু বন্যা চলাকালে নয়, বন্যা পরবর্তী পুনর্বাসন পর্যন্ত মাঠে থাকব।
একজন সরকারি কর্মকর্তার গাড়ির অপেক্ষায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখায় অ্যাম্বুলেন্সে থাকা এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগকে কিভাবে দেখছেন জানতে চাইলে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন ক্ষমতায় আছেন, এখানে যে যেত প্রভাবশালী হোক না কেন, অন্যায় করে পার পাবে না। প্রত্যেকটা বিষয়ের তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করে তার শাস্তি হতেই হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
জিআরএস/পাবলিক ভয়েস