
এম ওমর ফারুক আজাদ, চট্টগ্রাম: চট্টগ্রামে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সদ্য সমাপ্ত আইসিসি ক্রিকেট বিশ্বাকাপে আলো ছড়ানো বাংলাদেশি লিজেন্ট তারকা সাকিব আল হাসান। পবিত্র মক্কা-মদিনায় ওমরা ও যিয়ারত শেষে আগামিকাল মঙ্গলবার (৩০ জুলাই) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স ও কৃতিত্বের জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
আগামিকাল বিকাল ৩টায় নগরের এম.এ আজিজ স্টেডিয়ামের এই অনুষ্ঠানে সাকিবের হাতে সম্মাননা স্বরুপ নগর ভবনের চাবি তুলে দিবেন চসিক মেয়র ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।
এবারের বিশ্বাকাপে ৮ ম্যাচে ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করে বিশ্বকাপের প্রথম পর্ব শেষে রান সংগ্রহের তালিকায় ছিলেন সাকিব আল হাসান। সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলতে না পেরেও বিশ্বকাপ শেষে রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে সাকিবের অবস্থান।
বিশ্বকাপ শেষে টিম বাংলাদেশ দেশে ফিরলেও সাকিব আল হাসান লন্ডনে থেকে যান। সেখান থেকে পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান সাকিব। ওমরা শেষে আগামীকাল তিনি দেশে ফিরছেন।
/এসএস