আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশেষ জরুরি সভার আহ্বান করেছে আ.লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দলটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ জুলাই বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আ.লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সকল থানা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সকল কাউন্সিলার, আ.লীগ থেকে নির্বাচিত ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য, আ.লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।
আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
জিআরএস/পাবলিক ভয়েস