
গেরুয়া ঝড় থামাতে এবার মানুষের কথা শোনার জন্য বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর থেকেই জনসংযোগের দিকে মন দেওয়ার কথা বলেছিলেন তিনি। জনসংযোগ থেকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি। কোনও জায়গাতেই একচুল জায়গা বিজেপিকে ছাড়তে নারাজ দলনেত্রী।
এবার বাড়িতে গিয়ে গিয়ে জনসংযোগের পাশাপাশি, ফোনে কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগের ব্যবস্থা করে দিলেন তিনি। সোমবার নজরুল মঞ্চে জনসংযোগ কর্মসূচী ঘোষণা করেন তৃণমূলনেত্রী। যোগাযোগের জন্য একটি বিশেষ ওয়েবসাইট লঞ্চ করলেন তিনি।
www.didikebolo.com এই ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বরও দিয়েছেন তিনি। ফোন নম্বরটি হল 9137091370. এছাড়াও কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন দলনেত্রী। আগামী ১০০ দিনে তৃণমূল নেতারা রাজ্যের ১০,০০০ টি গ্রামে যাবেন নেতারা। সেখানে গিয়ে সবকিছু ঘুরে দেখতে হবে। কোথায় কি কাজ হয়েছে বা হয়নি সেগুলো জানতে হবে।
শুধু ঘুরে দেখে আসা নয়, রাতও কাটাবেন ওই গ্রামে। গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হবে নেতাদের। বুথকর্মীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে হবে। প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে খাওয়ার কথাও বলেছেন নেত্রী। তবে কে কোথায় যাবে, কবে যাবে, সেই বিষয়ে দলই নির্দেশ দেবে। অর্থাৎ কেউ নিজের ইচ্ছামত জায়গায় যেতে পারবেন না। দল ঠিক করে দেবে তারা কোথায়, কখন যাবে।
আইএ/পাবলিক ভয়েস