
ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হামলা শুরু করল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায় পাক বাহিনী।
জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলা চালাচ্ছে। দু’পক্ষের গোলাগুলিতে নতুন করে উত্তেজনা ভারত-পাকিস্তান সীমান্তে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাতের অন্ধকারে নিয়ন্ত্রণরেখায় শাহপুর ও সাউজিয়ান এলাকায় বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় সেনারা পালটা হামলা চালায় বলেও তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, প্রায় ঘন্টাখানেক ধরে চলে দু’পক্ষের গোলাগুলি। গত কয়েকদিন ধরে লাগাতার ভারতীয় সেনা ঘাঁটি-ছাউনি টার্গেট করে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। গত ২২ জুলাই রাজৌরি জেলার সুন্দেরবনি সেক্টরে পাক গুলিবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হন বলেও জানা গিয়েছিল।
আই.এ/পাবলিক ভয়েস