অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৮ জুলাই) তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পার্থের ধানমন্ডির ভূতের গলির বাসায় অভিযান চালায় দুদক। এ সময় বিভিন্ন সময় নেওয়া ঘুষের ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্থকে গ্রেফতার করা হয়েছে। পার্থের বর্তমান কর্মস্থল সিলেট কেন্দ্রীয় কারাগার।
এর আগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিআইজি হিসেবে দায়িত্বপালন করারর সময় ওঠা অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ।
দুদক পরিচালক মো. ইউসুফ জানান, অভিযান চালানোর সময় পার্থের বাসা থেকে পাশের বাসার ছাদে টাকা ভর্তি ব্যাগ ফেলে দেওয়া হয়। যা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দুদক পরিচালক বলেন, রোববার পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, ধানমণ্ডির ভূতের গলির বাসায় ৩০ লাখ টাকা আছে। এভাবে পরে আরও তথ্য দেন। সে অনুযায়ী অভিযান চালিয়ে পার্থর বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার এবং একটি গাড়ি জব্দ করা হয়।
জিআরএস/পাবলিক ভয়েস