
লাইভ রিপোর্টিং আমরা দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার কিন্তু এমন লাইভ রিপোর্টিং আমরা খুব কমই দেখেছি অথবা অনেকে দেখেইনি। প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখে জীবন দিয়ে খবর সংগ্রহ হামেশাই করে থাকেন সাংবাদিকরা। খবরের সত্যতা তুলে ধরতে অনেকে জীবনের চিন্তা করেন না। এর অনেক নজির রয়েছে। তাই বলে গলা পর্যন্ত পানিতে নেমে! হ্যাঁ, বন্যার লাইভ রিপোর্টিং করতে গিয়ে এমনই অভিনব পন্থা নিলেন এক পাকিস্তানি সাংবাদিক।
জানা গেছে, পঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা। ভেসে গিয়েছে প্রত্যন্ত অঞ্চল। বিপুল ক্ষতির মুখে চাষাবাদ। কিন্তু কতটা ভয়াবহ পরিস্থিতি? তার প্রমাণ দেখাতে গলা পানিতে নেমে পড়েন আজাদার হুসেন নামে ওই সাংবাদিক। পানির ওপরে শুধু তার মাথাটাই রয়েছে। ওই অবস্থায় তিনি তুলে ধরলেন সিন্ধু নদের পানি কতটা বিপদসীমার ওপর দিয়ে বইছে। ওই পাক সাংবাদিকের রিপোর্টং দেখে তাজ্জব বনে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তার সাহসকিতায় মুগ্ধ সবাই। প্রশংসায় ভাসছেন তিনি।
https://twitter.com/i/status/1155079431708450818
আইএ/পাবলিক ভয়েস