ডেস্ক রিপোর্ট: ঐতিহ্যবাহী চরমোনাইর তিনদিন ব্যাপী বার্ষিক ফাল্গুনের মাহফিল এক পর্বেই হবে। আজ শুক্রবার একটি ভিডিও বার্তায় এমন কথা জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল ও মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম ডাক্তার মোখতার হুসাইন।
চরমোনাইর ফাল্গুনের মাহফিল এক পর্বেই তিনদিন হয়ে আসছে বিগত বছরগুলোতে। এ বছর দুই পর্বে হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে মাহফিল বাস্তবায়ন কমিটি। কারণ হিসেবে লোক সংকুলান না হওয়ায় দুই পর্বের কথা উল্লেখ করেন তারা। ১৩,১৪,১৫ ফেব্রুয়ারি প্রথম পর্ব এবং ২০,২১,২২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব হওয়ার কথা ছিল।
ডাক্তার মোখতার জানান, দুই পর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে পূর্বের ন্যায় এক পর্বেই অনুষ্ঠিত হবে চরমোনাইর ফাল্গুনের মাহফিল। ৮, ৯ ও ১০ ফাল্গুন/১৪২৫ বাংলা, মোতাবেক ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাল্গুনের মাহফিল। ২৩ ফেব্রুয়ারি বাদ ফজর আখেরী মোনাজাত।
প্রতিবছর দুইটি মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে চরমোনাইতে। একটি বাংলা সনের অগ্রহায়ণ ও অপরটি ফাল্গুন মাসে। দুটি মাহফিলই অগ্রহায়ণ ও ফাল্গুনের ১২, ১৩, ১৪ তারিখে তারিখে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এ বছর ফাল্গুনের মাহফিল ৮, ৯ ও ১০ ফাল্গুন/১৪২৫ বাংলা, মোতাবেক ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে।
তিনদিন ব্যাপী মাহফিল দুটিতে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান জমায়েত হয়। এতে দিকনির্দেশনামূলক বয়ান করেন জাতীয় ও আন্তর্জাতিক ওলামা মাশায়েখ। প্রতিদিন সকাল ও সন্ধার মূল দুইটি বয়ান করেন চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।