ডেস্ক রিপোর্ট: ভারতের অযোধ্যার বাবরী মসজিদ। ভারতবর্ষের এক আলোচিত অধ্যায়। দফায় দফায় মামলা এবং রিট পিটিশনে বারবার আটকে যাচ্ছে এর সিদ্ধান্ত।
৪ জানুয়ারি হাইকোর্টের আদালতে উঠেছিল বাবরি মাসজিদ মামলা। কিন্তু এদিন মামলা ওঠার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রায় দিয়ে দেন। তিনি বলেন, বাবরি মসজিদ মামলা নিয়ে আবেদনের শুনানি হবে আগামী ১০ জানুয়ারি।
মামলার দুই পক্ষের সিনিয়র আইনজীবী হরিশ সালভে এবং রাজীব দিওয়ান, দু পক্ষের দুই সিনিয়র আইনজীবী কোনও আবেদনের সুযোগই পাননি।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন শুনানি হয় মাত্র ৩০ সেকেন্ড। রঞ্জন গগৈ এবং এস কে কাউলকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে, এ সম্পর্কিত পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতি বার (১০ জানুয়ারি)
প্রসঙ্গত: সম্রাট আকবর প্রতিষ্ঠিত ভারতের মুসলিম ঐতিহ্য বাবরী মসজিদ ভেঙ্গে ফেলে উগ্র হিন্দুরা। এলাহাবাদ হাইকোর্ট গত ৩০ সেপ্টেম্বর, ২০১০-এ যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধেই একাধিক আবেদনের ভিত্তিতেই এই মামলা। এলাহাবাদ হাইকোর্ট মেনে অনেকটাই একপেশে রায় দিয়েছিল যে ‘বাবরী মসজিদের ভূমি ভগবান রামচন্দ্রের জন্মস্থান’ এমনটাই দাবি বাবরী মসজিদ পুনরুদ্ধার কার্যক্রম চালানো সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের। এবং আদালতের রায়ে ওই জমি তিনটি সংঘের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের রায় অনুসারে, নির্মোহী আখড়া সম্প্রদায়, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ এবং রামলীলা বিরাজমন – এই তিন পক্ষ ২.৭৭ একর করে জমি পাবে।
আর এসএস সহ বিভিন্ন উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন রাম মন্দির মামলার দ্রুত শুনানির আবেদন করেছিল। সুপ্রিম কোর্ট তাতে না রাজি হওয়ায় এ ব্যাপারে অর্ডিন্যান্স পাশ করানোর দাবিও উঠেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস