
'অসহিষ্ণুতা' ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হয়েছে। আর এ জন্য খুনের হুমকি দেওয়া হল পরিচালক অনুরাগ কাশ্যপকে। গণপিটুনিতে হত্যার প্রতিবাদ করায় ট্যুইটারে একজন ব্যক্তি তাকে পরোক্ষ ভাবে খুনের হুমকি দেয় বলে জানিয়েছে জি নিউজ।
এন্টারটেনমেন্ট টাইমসের বরাত দিয়ে খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি লেখেন, তিনি সম্প্রতি তার রাইফেল ও শটগান পরিষ্কার করেছেন এবং পরিচালকের সঙ্গে সামনাসামনি দেখা করতে চান। জনৈক ট্যুইটার ব্যবহারকারীর বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অনুরাগ।
জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একই কারণে দিন কয়েক আগে খুনের হুমকি পেয়েছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনও। তার অভিযোগ, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে বলা হয়, ‘ফের সরব হলে খুন হতে হবে তাকে’। এটা তিনি পুলিশের কাছে অফিযোগ করে জানিয়েছেন।
২৩ জুলাই চিঠি দেন মণিরত্নম, অনুরাগ কাশ্যপ, আদুর গোপাল কৃষ্ণণ, বিনায়ক সেন, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেন সহ ৪৮ জন বুদ্ধিজীবী। গণপিটুনিতে মৃত্যু, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, খুন, ঘুমসহ নিধন চলছে। তাই জয় শ্রীরাম ধ্বনি নিয়ে অভিযোগ করেন খোদ হিন্দু বুদ্ধিজীবীরা।
একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, "কিছু মানুষ নিজেদের ক্ষমতা প্রয়োগ করে এটা প্রমাণ করতে চান বর্তমান সরকারের অধীনে কোনও কিছুই ঠিক হচ্ছে না। বরং এই প্রথমবার দেশে সব সঠিক দিকে এগোচ্ছে। আমরা একটা বিরাট পরিবর্তনের সাক্ষী থাকছি, দেশের ভালোর জন্য এই পরিবর্তন হচ্ছে। কিছু মানুষের এটা সহ্য হচ্ছে না। দেশের মানুষ তাদের নেতাকে বেছে নিয়েছে। যারা মানুষের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে তাদের দেশের প্রতিও কোনও শ্রদ্ধা নেই।"
আইএ/পাবলিক ভয়েস