
সাভারের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এক শিক্ষার্থীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম ব্যাংক টাউন এলাকার বারইগ্রাম গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ধলেশ্বরীর শাখা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তিন কলেজ শিক্ষার্থী হলো রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭), রাজন (১৭) ও আকাশ (১৮)।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সকালে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসেন। পরে তারা ব্যাংকটাউন ব্রিজের পাশে ১২টার দিকে গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, ডুবুরিরা এসেছে। নিখোঁজদের উদ্ধারে নদী ও খালে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।
জিআরএস/পাবলিক ভয়েস