
বিএনপি আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার আর গুজবে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২৭ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কেন্দ্রীয় অফিসই গুজবের বড় কারখানা। নির্বাচনের ব্যর্থ হয়ে তারা এখন গুজবে ব্যস্ত।
তিনি বলেন, ‘দেশের হয়ে বিদেশে বসে যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে দেশের অপশক্তির হাত আছে কি না-তা খতিয়ে দেখা উচিত।’ সরকার সক্রিয়ভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলেও জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির অবস্থা এখন রাখাল বালকের মতো। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছে।’
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে দলটি বলে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে দলের চেয়ারপারসনকে নিয়ে এখন তারা অপপ্রচার চালাচ্ছে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি ধানমন্ডি ২৭ নম্বর হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে ফিরে আসে।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন সংগঠনটির নেতাকর্মীরা।
জিআরএস/পাবলিক ভয়েস