
ভারতে মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় বসার থেকে চলছে মুসলিম নিধন। কখনও জয়শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে তাদের। না বলতে চাইলে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আর কখনও ভিবিন্ন ধরনের সন্দেহের বসে তাদের হত্যা হচ্ছে নৃশংসভাবে। এসব নিয়ে গত দুদিন আগে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ৪৯জন বিদ্বজ্জনেরা দাবি করেছেন, জয় শ্রী রাম হয়ে উঠেছে রণনাদ। সেই চিঠিতে সই করেছিলেন অর্পণাসেও। এবার অপর্ণা সেনকে আঘাত করে টুইট করলেন প্রবাদপ্রতিম আশা ভোঁসলে। কটুক্তি করে জানতে চাইলেন, হরে কৃষ্ণ, হরে রাম গাইতে পারব তো?
ক্রমবর্ধমান অসহিষ্ণুতার অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশের ৪৯জন বুদ্ধিজীবী। তাদের মধ্যে বাংলা থেকে রয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন ও অনুপম রায়রা। সেই চিঠিতেই বুদ্ধিজীবীরা অভিযোগ করেছেন, জয় শ্রী রাম হয়ে উঠেছে রণনাদ। জয় শ্রী রাম ধ্বনি দিয়ে হিংসা ছড়ানো হচ্ছে। বুদ্ধিজীবীদের এমন অভিযোগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের বক্তব্য একপেশে বলে অভিযোগ। এর মধ্যেই কারও নাম নিয়ে বোমা ফেললেন আশা। টুইট করলেন,'দম মারো দম...বোলো সুভ শাম হরে কৃষ্ণ হ রে রাম... চিরনবীন গানটা গাইতে পারব তো?' আশার পাশে দাঁড়িয়ে নেটিজেনদের কটাক্ষ, হরে আল্লাহ, হরে রাম গান।
আইএ/পাবলিক ভয়েস