
ফিলিপাইনে পরপর দুটি ভূমিকম্পে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। আজ শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলের বাতানেস প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।
ভয়েস অব আমেরিকা জানায়, কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্পে বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে ৫.৪ এবং ৫.৯ মাত্রার ভূমিকম্প দুটি আঘাত হানে বলে জানায় ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষক প্রতিষ্ঠান (ফিভোলকস)।
বাতানেসের ইতবায়াত শহরের মেয়র রাউল দে স্যাগন বার্তা সংস্থা এফপিকে জানান, ভূমিকম্পে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন।
পুলিশ কর্মকর্তা উজি ভিলা বলেন, “প্রথম ভূকম্পনের সময় মানুষ ঘুমানো অবস্থায় থাকায় এতে হতাহত হয়েছে বেশি।”
দেশটির সংবাদমাধ্যমে প্রচার করা প্রতিবেদনে দেখা যায়, ভূমিকম্পের আঘাতে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ১৯ শতকের পুরোনো গির্জা সান্তা মারিয়া দে মায়ান চার্চ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস