
চলতি সপ্তাহের প্রথম দিকে একটি খবর প্রকাশিত হয় যে, ভারতের উত্তরাখণ্ড প্রদেশের ১৩২ টি গ্রামে গত তিন বছরে কোন কন্যা শিশুর জন্ম হয়নি। খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে বিষয়টি বেশ আতঙ্কের জন্ম দিয়েছে। এমনকি এটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকার। 'মেয়ে বিহীন গ্রামগুলো' উত্তরাকশি অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে ৫৫০টি গ্রাম এবং পাঁচটি গ্রামে প্রায় চার লক্ষ মানুষ বসবাস করে। বেশিরভাগ স্থান পাহাড়ি এবং প্রত্যন্ত অঞ্চল। খবর বিবিসির।
খবরে বলা হয়, ভারত এমন একটি দেশ যেখানে নারী ও পুরুষের অনুপাতে অসামঞ্জস্য বেশ প্রকট। অবৈধভাবে কন্যা শিশু ভ্রূণ গর্ভপাতের কারণে এ পরিস্থিতির তৈরি হয়েছে। কিন্তু উত্তরাকশি এলাকায় কোন কন্যা শিশু না জন্মানোর বিষয়টি কিছুটা ক্ষোভ তৈরি করেছে।
খবরে জানানো হয়েছে, এপ্রিল এবং জুনের মধ্যে ১৩২ টা গ্রামে ২১৬টা ছেলে শিশু জন্ম নিয়েছে যেখানে কোন মেয়ে শিশু জন্ম নেয়নি। কিন্তু কর্তৃপক্ষ দেখেছে যে এই একই সময়ের মধ্যে অন্য জায়গায় অবস্থিত ১২৯টি গ্রামে ১৮০টা মেয়ে শিশু জন্মালেও কোন ছেলে শিশু জন্ম নেয়নি। পুরো চিত্র প্রকাশ করলে দেখা এছাড়া আরও ১৬৬ গ্রামে এই একই সময়ের মধ্যে ৮৮টি কন্যা শিশু এবং ৭৮ ছেলে শিশু জন্ম নিয়েছে।
সার্বিকভাবে উত্তরাকশিতে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ৯৬১ শিশু জন্ম নিয়েছে, যার মধ্যে মধ্যে ৪৭৯টি মেয়ে শিশু এবং ৪৬৮টি ছেলে শিশু। কর্মকর্তারা বলছেন, এই জেলায় ১০০০ ছেলে শিশুর বিপরীতে ১০২৪টি মেয়ে শিশু জন্ম নিয়েছে, যেটি ভারতের জাতীয় গড়ের চেয়ে বেশি।
আইএ/পাবলিক ভয়েস