
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহহিয়া সারিয়ি বলেছেন, সৌদি আরবের জন্য আরও বেদনাদায়ক সময় অপেক্ষা করছে। আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রে তথ্য জানা গেছে।
জেনারেল ইয়াহহিয়া বলেন, সৌদি আরবের পক্ষ থেকে যতদিন আগ্রাসন চলবে ততদিন ইয়েমেনের পক্ষ থেকেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। এবং সৌদির সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।
এদিকে গতকাল বৃহস্পিতবার সৌদি আরবের আসির প্রদেশের একটি বিমানবন্দরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বিমানবন্দরের হ্যাঙ্গারে চালানো হামলায় অন্তত এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়। ড্রোনগুলো কিং খালিদ বিমানঘাঁটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। হামলায় বিমানঘাঁটির অস্ত্র গুদাম, লোডিং ফ্যাসিলিটিজ এবং অন্য কয়েকটি কৌশলগত অবকাঠামো ধ্বংস হয়।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই ইসরাইলের আমন্ত্রণে সৌদি সরকারের প্রতিনিধিত্ব করতে যাওয়া মুহাম্মাদ সউদ মসজিদুল আকসা পরিদর্শন করতে এলে ফিলিস্তিনি শিশুরা ক্ষোভে তার গায়ে ও মুখে থুথু নিক্ষেপ করে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখা যাচ্ছে, মুহাম্মাদ সউদ মসজিদুল আকসা পরিদর্শন করছেন। এসময় বাচ্চারা এসে তার মুখে, শরীরে থুথু নিক্ষেপ করছে। তিনি দ্রুতু পদে হাঁটছেন আর নিক্ষিপ্ত থুথু মুছছেন। এ সময় বাচ্চাদের এমন আচরণ পেয়ে তিনি দ্রুত মসজিদুল আকসা ত্যাগ করেন।
আইএ/পাবলিক ভয়েস