
নাজমুল হাসান, চবি: ‘International Lecture Series on Computational Sciences’ শীর্ষক এক সেমিনার ২৪ জুলাই দুপুর ১২ টায় চবি গণিত বিভাগের উদ্যোগে চবি আইসিটি সেন্টারের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।
এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইউজিসি প্রফেসর ড. এম. আবুল মনসুর চৌধুরী ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জালাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীণ আখতার বলেন, নিরবচ্ছিন্নভাবে শিক্ষা-গবেষণা উন্নয়নের মাধ্যমে দেশের গন্ডি ছাড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে স্থান করে নেয়ার স্বপ্ন দেখি আমরা। সেই স্বপ্ন বাস্তবায়নে শুধু পঠন-পাঠন নয়; জ্ঞান সৃজন, জ্ঞান উৎপাদন এবং জ্ঞান বিতরণের প্রক্রিয়া অবিরাম অব্যহত রাখার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে জ্ঞান প্রবাহের এই ধারা অধিকতর ত্বরান্বিত হয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের জ্ঞান-গবেষণার অবিরাম ধারাকে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে দেশে দক্ষ-যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছেন। আমাদের মেধাবী শিক্ষার্থীরাই শিক্ষাজীবন শেষে ভবিষ্যৎ কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশকে বিশ্বদরবারে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করবে। ড. শিরীণ আখতার সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।
সেমিনারে চবি বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।