
মুজাহিদ হোসেন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরা উত্তরবঙ্গের তিস্তা নদী খনন ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২৫জুলাই) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে রাবিস্থ রংপুর বিভাগের শিক্ষার্থীরা সহ বিশ^বিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
‘তিস্তা নদীর খনন ও বাঁধ চাই’, ‘বন্ধ হবে আর্তনাদ, যদি হয় তিস্তায় বাঁধ’, ‘ত্রাণ নয়,বন্যা সমস্যার সমাধান চাই’, ‘তিস্তা নদীর স্থায়ী সমাধান চাই’,‘বন্যা থেকে মুক্তি চাই,তিস্তা নদীর খনন চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা এ দাবি তুলে ধরেন।
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন, রংপুর বিভাগে পাঁচজন পূর্ণ মন্ত্রী থাকা সত্ত্বেও নদীর কাজ এখন না হলে আর কবে হবে? মাননীয় প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে ভাবেন। শুধুমাত্র ভারতের সাথে তিস্তা চুক্তির আশায় বসে না থেকে দেশের অভ্যন্তরে কোনো ব্যবস্থা নেয়া যায় কি না সে ব্যপারে আমাদের ভাবতে হবে।
দেশীয় অর্থায়নে যদি পদ্মা সেতুর মতো বৃহত্তর প্রকল্প হাতে নেয়া যায় তবে তিস্তা খনন এবং বাঁধ নির্মাণ কঠিন কিছু নয়। একাজে এগোতে কঠিন মনে হলেও অসম্ভব কিছু হবে না। দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে নদী খনন ও বাঁধ নির্মাণ করতে হবে। নদী ভাঙনে নির্দিষ্ট কিছু পাইলিং এর ব্যবস্থা, বন্যা হলেই ত্রাণ আর বন্যা শেষে ক্ষুদ্র পরিসরে সংস্কার কাজের মধ্যেই থেমে থাকলে চলবে না। আমরা দীর্ঘমেয়াদি কাজ চাই।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহফুজ মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহরাব হোসেন বলেন, তিস্তা এখন উত্তরবঙ্গের দুঃখ হয়ে গেছে। একদিকে বন্যার কারণে যেনম- হাজার হাজার হেক্টর জমির ফসল যেমন নষ্ট হচ্ছে তেমনি খরা মৌসুমেও পানির অভাবের অন্ত থাকছে না। সভ্যতার শেকড় তিস্তা আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হচ্ছে। বন্যা কবলিত মানুষের দুর্দশার কথা ভাবছেন, দয়াকরে একটু ভালোভাবেই ভাবুন তিস্তা নদীর কাজ করুন।
শিক্ষার্থীরা আরো বলেন, প্রতিবছরেই বন্যা হয়। প্রতিবছরই আমাদের নেতারা ত্রাণ নিয়ে যায়। এটা স্থায়ী সমাধান না। ভারতের সাথে যৌথ ভাবে এর স্থায়ী সমাধান করতে হবে। নদী খনন ও বাঁধ নির্মাণ করতে হবে। তবেই আমাদের এই দুর্ভোগ কমবে। মানববন্ধনে আরো বক্তব্য দেন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন মহন্ত, আইন বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন এবং পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী ইমরান সাকিবসহ আরো অনেকে।
আইএ/পাবলিক ভয়েস