
সারাদেশে নানা রকম গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে একটি মহল। গুজব ঠেকাতে নানারকম পদক্ষেপ নেওয়া হলেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পদ্মা সেতুতে মাথা লাগবে এমন গুজব সারাদেশে একটি আতঙ্ক ছড়ানোর পাঁয়তারা করছে মহলটি।
এ পর্যন্ত মাথাকাটা ও ছেলেধরা গুজবের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গণপিটুনির শিকার হয়েছেন অন্তত ৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। এছাড়া গুজব ছড়ানোর অভিযোগে আটক হয়েছে আরও ১০৩ জন।
সারাদেশে মহামারী আকার ধারণ করেছে এমন সময়ে নেত্রকোণা ও চুয়াডাঙ্গা থেকে দুইটি মাথা কাটা লাশ উদ্ধারের ঘটনা সেই গুজব যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। এই মাথা ও মাথা বিহীন লাশ উদ্ধারের ঘটনায় সারাদেশে চলমান এই গুজব আতঙ্ক বিরাজ করছে।
বিকৃত মানুষিকতা ঢাকতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এই দুই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। নেত্রকোনা ও চুয়াডাঙ্গার এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ জানিয়েছে কোনো গুজব নয়, বিকৃত মানসিকতার কারণ ও সেই ঘটনা ধামাচাপা দিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে কোনো গুজব নয় বিকৃত মানসিকতার প্রমাণ না রাখতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্ত করে জানা গেছে হত্যা করার আগে বলৎকারের শিকার হয়েছিল শিশু দুটি। এরপরেই তাদের হত্যা করা হয়েছে। যা পরবর্তীতে ছেলে ধরা ও মাথা কাটা গুজবে রূপান্তরিত হয়েছে।
নেত্রকোণায় শিশুর কাটা মাথা উদ্ধারের গুজব :
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের নিউটাউন পুকুরপাড় এলাকায় সজীব মিয়া (৭) নামের এক শিশুর কাটা মাথা ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত হন বখাটে যুবক রবিন (২৮)।
এ ঘটনার পর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়। অবশেষে ঘটনার ৬ দিন পর নেত্রকোণার পুলিশ ও শিশুর কাটা মাথার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে এমন তথ্য জানিয়েছে।
পুলিশ ওই হত্যাকাণ্ডের কারণ হিসেবে জানিয়েছেন, সজীব নামের শিশুটিকে ফুসলিয়ে নির্মাণাধীন ভবনের তিনতলার একটি কক্ষে নিয়ে বলাৎকার করে সে। সজীব পরে সব জানিয়ে দিবে সেই ভয় ও আতঙ্কে গলা কেটে হত্যা করে শিশুটির মাথা ব্যাগে নিয়ে মদ খেতে যায় রবিন।
শিশু সজীবের ময়নাতদন্ত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া।
চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্রের মাথা বিহীন লাশ উদ্ধারের গুজব :
গতকাল বুধবার (২৪ জুলাই) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গায় থেকে আবির হোসাইন (১২) নামের এক মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ এবং আজ বৃহস্পতিবার সকার ১০টার দিকে মাদরাসার পাশের পুকুর থেকে উদ্ধার করে কাটা মাথা।
চায়াডাঙ্গার এ ঘটনায় চলমান আতংক সারাদেশে ছড়িয়ে পড়ে মাথা কাটা গুজব। চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধারের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদরাসা থেকে ছাত্রদের তাদের অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনার পর জেলা পুলিশের বেশ কয়েকটি টিম অনুসন্ধানে মাঠে নামেছে এবং আজ বৃহস্পতিবার সকালে নিহত মাদরাসাছাত্র আবিরের কাটামাথা উদ্ধার করেছে।
পরে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে মাদরাসা ছাত্র আবির হুসাইনকে (১১) বলাৎকারের পর মাথা কেটে হত্যা করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, মাদরাসাছাত্রের হত্যার নেপথ্যে আমরা বেশ কিছু তথ্য উদঘাটনে সক্ষম হয়েছি। তিনি বলেন, সাম্প্রতিক গুজবের সঙ্গে এ হত্যার কোনো সর্ম্পক নেই। সুকৌশলে হত্যার ঘটনাটি ভিন্নখাতে দিতেই নিহত ওই ছাত্রের মাথা কেটে গুম করা হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে, নিহত ওই ছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানো হচ্ছিল। যৌন নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। এমনটিই উঠে এসেছে ময়নাতদন্তে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, দিনভর পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করার পর আমাদের হাতে কিছু তথ্য আসে। সেগুলো যাচাই-বাছাই করা হয়। এরই মধ্যে হাসপাতাল থেকে তথ্য পাওয়া যায় নিহত মাদ্রাসাছাত্র আবির হাসানের মলদ্বারে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক চিকিৎসকের ময়নাতদন্তের বর্ণনা দিয়ে মো. কলিমুল্লা গণমাধ্যমকর্মীদের বলেন, ওই ছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানো হতো। নির্যাতনের ঘটনাটি ধামাচাপি দিতেই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।
মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শামীম বলেন প্রাথমিকভাবে আমাদের কাছে সে রকমই মনে হয়েছে। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ টেস্ট ও নিহতের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠিয়েছি।
জিআরএস/পাবলিক ভয়েস