
পাকিস্তানে এখনও “৩০,০০০-৪০,০০০” জঙ্গি রয়েছে যারা আফগানিস্তান অথবা কাশ্মীরের জন্যে প্রশিক্ষণ নিচ্ছে ও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, গতকাল মঙ্গলবার একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর এনডিটিভি।
আমেরিকাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইমরান খান দাবি করেন যে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারে আসার আগে যে যে সরকার ক্ষমতায় ছিল তারা সে দেশে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার মতো রাজনৈতিক দৃঢ়তা দেখায়নি।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে পর্যন্ত, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তারা রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি। কেননা, সংগঠনগুলো প্রসঙ্গে বলতেই হয় যে আমাদের ৩০,০০০-৪০,০০০ সশস্ত্র জঙ্গি রয়েছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগানিস্তান ও কাশ্মীরের কিছু অংশ নিয়ে লড়াইয়ে প্রস্তুত।
আইএ/পাবলিক ভয়েস