ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত গাজীপুর থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদে”র ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার(২৪ জুলাই) বেলা ৫টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনে জেলা কল্যাণের পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে নতুন এ কমিটি ঘোষনা করা হয়।
এতে দাওয়াহ্ এন্ড ইসলামিক স্ট্যাডিস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরতুজা হাসান নাহিদকে সভাপতি এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীরুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আগামী এক বছরের জন্য ঘোষিত ২৪ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-শুভ, জনি, তারেক আজিজ, মানছুর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, হাসনাত, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সৈকত, কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক মাসুম সরকার আলভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নসরুল্লাহ হক নাঈম, সাংস্কৃতিক সম্পাদক রোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদ, নারী বিষয়ক সম্পাদিকা মেহেজাবীন ডলি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ, কার্যকরী সদস্য রয়েছেন পিয়াস মাহমুদ, সাইফুল ইসলাম শাওন, রিহাদ আহমেদ, তাজনিয়া আহমেদ লাবণ্য, আতিক হাসান, বায়জিদ আহমেদ।
কমিটির সকলে ইবিতে অবস্থানরত গাজীপুর জেলার ছাত্র-ছাত্রীদের কল্যানে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যাক্ত করেছেন।