
১১ দফা দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ বুধবার বিকেলে শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।
শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আক্তার হোসেন এ কথা জানান।
তিনি জানান, শ্রম অধিদপ্তরের মহা পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। তারা যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত করেছেন।
এর আগে বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হয় নৌ-শ্রমিক ধর্মঘট। এতে নদীপথে চলাচলকারী সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগন্তিতে পড়েন।
জিআরএস/পাবলিক ভয়েস