শেখ নাসির উদ্দিনঃ অবশেষে জামিন পেয়ে কারামুক্ত হলেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন -এর খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্যা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে খুলনার দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের নথি জেলা কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যা পৌনে ৭টায় কারামুক্ত হন হেদায়েত হোসেন।
আরও পড়ুন: রিটার্নিং কর্মকর্তার দায়ের করা মামলায় সাংবাদিক গ্রেপ্তার
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনার বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাসের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আসামিপক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা জানান, মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক ৩ দিনের রিমান্ডে
প্রসঙ্গত: ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত নির্বাচনের ফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্যাকে মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করে পুলিশ। খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর দায়ের করা মামলায় হেদায়েত হোসেনকে গ্রেফতার করা হয়।