
নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত জ্ঞান সৃজন ও জ্ঞান উৎপাদন হয় এবং বিশ্বময় সেই জ্ঞান ছড়িয়ে দেয়ার মাধ্যমে বিশ্বকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
২৩ জুলাই সকাল ১১ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চবি দর্শন বিভাগের বরণ ও বিদায় সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এন এইচ এম আবু বকর এবং প্রফেসর মনসুর উদ্দিন আহমদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, নবীন শিক্ষার্থীরা যেভাবে একটি কঠিন ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে একইভাবে তাদের সে কষ্টকে মাথায় রেখে সম্মানিত শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে জ্ঞান আহরণে ব্রতী হতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাশ যোগদান এবং লাইব্রেরিমুখী হওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, বিভাগের বিদায়ী সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের গৌরব ও অহংকার। তাঁদের নীতি-নৈতিকতা ও আদর্শ ধারণ, লালন, ও চর্চার মাধ্যমে এ বিভাগকে আরও সমৃদ্ধ করার জন্য তিনি বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জনান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ৫ জন প্রভাষক জনাব নাছরিন আক্তার, জনাব আসাদুজ্জামান, জনাব নাজেমুল আলম মুরাদ, জনাব মো. রোমান মিয়া এবং জনাব জুলকার নাইমকে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে বরণ করেন।
চবি দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক জনাব মাছুম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক প্রফেসর ড. এন এইচ এম আবু বকর ও প্রফেসর মনসুর উদ্দিন আহমদ এবং বিভাগের প্রফেসর ড. এম শফিকুল আলম। নবাগত শিক্ষকবৃন্দের পক্ষে জনাব নাছরিন আক্তার এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে তাসনিম জাহান ও বিদায়ীদের পক্ষে মো. আবদুল্লাহ আরাফাত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।