
সাব্বির আহমেদ, ববি: ক্যাম্পাস সবুজায়ন ও শোভাবর্ধনের লক্ষ্য বৃক্ষরোপণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীরা।
২৩ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে এবছরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান।
এ বছর বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৫০ টি আম ও ৫০ টি কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান, প্রক্টর সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সরদার কায়সার আহম্মেদ জয়,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহা ইলিয়াস মাহমুদ, সাবেক সভাপতি আরিফ হোসেন সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তা- কর্মচারী সহ অসংখ্য শিক্ষার্থী।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান বলেন, ক্যাম্পাস সবুজায়নে বিশ্ববিদ্যালয় পরিবার ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ করে আসছে। এবার তৃতীয় পর্যায়ে এসে আমরা ৫০ টি আম ও ৫০ টি কাঁঠালগাছ রোপণ করেছি।
ক্যাম্পাস সবুজায়নে আমাদের এ ধারাবাহিকতা বজায় থাকবে। এ সময় তিনি ক্যাম্পাসের শোভাবর্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা- কর্মচারী সকলের নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং তা রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ বিষয়ে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহা ইলিয়াস মাহমুদ বলেন, আমরা এই গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে এই কর্মসূচি চালিয়ে যাবার আহ্বান জানাচ্ছি। শিক্ষক সমিতি সবসময় এসব ভালো উদ্যোগের পাশে আছে এবং থাকবে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন,,আমাদের ক্যাম্পাসের বয়স প্রায় নয় বছর হয়ে গেলেও এখনও ক্যাম্পাস মরুভুমির মত। ক্যাম্পাস এখনো সবুজ হয়ে উঠেনি।এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় পরিবারের ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত।এভাবে বৃক্ষরোপণ হলে আশা করি কিছুদিনের মধ্যেই আমরা একটি সবুজ ক্যাম্পাস দেখতে পাব।