
রাজনৈতিক ব্যক্তি হিসেবে বেশ রঙিন চরিত্র ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য অথবা অমূলক কাজকর্মের জন্য তিনি সংবাদের শিরোনামে উঠে আসেন। এবার ফের চটুল শিরোনামে উঠে এলেন তিনি।
বিয়ে বাড়িতে যেতে কে না পছন্দ করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও নিশ্চয় পছন্দ করেন। কিন্তু দাওয়াত ছাড়াই যে তিনি বিয়ে বাড়িতে হানা দিবেন এটা শুনে অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি এমনই ঘটনা ঘটিয়েছেন তিনি।
জানা গেছে, নিউ জার্সিতে বেডমিনস্টারে গলফ ক্লাবে একটি বিয়ে চলছিল। পার্টিতে তিনি আমন্ত্রিত না হলেও হঠাৎই বিয়ে বাড়িতে ঢুকে পড়েন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে দেখে স্বভাবতই চমকে ওঠেন বিয়ে বাড়িতে উপস্থিত সব অতিথিরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্প বলেন, 'আমি বিয়ের অনুষ্ঠান পছন্দ করি।
আইএ/পাবলিক ভয়েস