ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের মানুষ আজ কেবল ভোটাধিকার হারায়নি, স্বাধীন দেশে মনের ভাব স্বাধীনভাবে প্রকাশের ক্ষমতাও হারিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের বিমাতাসূলভ আচরণে দেশের সাধারণ মানুষ আজ অসহায়। দিশেহারা।
নোয়াখালীর সুবর্ণচরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন,
সরকার দলীয় কর্মীদের দ্বারা গণধর্ষিতা নারীর আর্তচিৎকারে দেশের বিবেকবান মানুষ হতভম্ব। তিনি বলেন একটি স্বাধীন দেশে একজন নারীর প্রতি এ ধরণের পাশবিক নির্যাতন কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করেন তিনি। প্রশাসনকে এ ব্যপারে তৎপর হওয়ার আহবানও জানিয়েছেন তিনি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, আলহাজ্ব হারুন অর রশীদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, মুফতি দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা কেফায়াতুল্লাহ কাশফী প্রমুখ।