
কাওছার আহমেদ, পটুয়াখালী: পটুয়াখালী প্রেসক্লাবের অফিস সহায়ক অনিল দত্ত আর নেই। গতকাল সোমবার রাত ১টা ১০ মিনিটের সময় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রন্ত হয়ে ইহলোক ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে তাকে প্রেসক্লাবের পক্ষে ফুলদিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী ও সদস্য সচিব কাজল বরন দাস এবং সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় সহ সকল সদস্য বৃন্দ।