
ময়মনসিংহে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীও।
নিহতের নাম আবদুল হাই। তিনি হালুয়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।
হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গতকাল সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন এএসআই আবদুল হাই। তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে এএসআই আবদুল হাইকে পেছন দিক থেকে আসা একটি ট্রলি চাপা দেয়। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান আবদুল হাই।
নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
জিআরএস/পাবলিক ভয়েস