
ট্রাম্পের কাছে দেয়া প্রিয়া সাহার বক্তব্য বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রিয়া সাহার বক্তব্য নিয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা অংশ নেন। তিন সংগঠনের নেতারা যৌথভাবে এ সংবাদ সম্মেলন করেন।
এময় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল বলেন- ‘৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের মানুষ বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে’ বলে প্রিয়া সাহার এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা কিনা তা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। একই সাথে এই বক্তব্যের প্ররোচণা গোষ্ঠী ও ব্যক্তিদের চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণের দাবি জানান ট্রাষ্টের নেতারা। প্রিয়া সাহা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যান ট্রাস্টের সদস্য নয় বলেও জানান ট্রাস্ট নেতারা।
/এসএস