
হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন গৌতম কুমার নামে এক ব্যক্তি।
সোমবার (২২ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করা হয়। তবে এ বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। বাদীপক্ষের আইনজীবী সুমন কুমার রায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফেসবুকে নিজের ফেসবুক পেজে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার ‘আপত্তিকর ও উসকানিমূলক’ বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যার কারণে আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে করা প্রিয়া সাহার বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচারের দায়ে গত ১৯ জুলাই ফেসবুক লাইভে এসে আদালতে মামলা করার ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সেদিন লাইভে তিনি বলেন, আগামী রবিবার আদালত খোলার সাথে সাথে আমি এই মহিলার বিরুদ্ধে আদালতে মামলা করবো। যেখানে খোদ মার্কিন রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উদহরণের দেশ সেখানে একজন মহিলা মার্কিন প্রেসিডেন্টের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা চালিয়েছেন তা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার বিরুদ্ধে তাই আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে।
তিনি আরও বলেন, যেখানে বাংলাদেশে আমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকছি সেখানে বাংলাদেশের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা কারো ব্যাপারে আমরা বসে থাকতে পারি না। তার ব্যাপারে মামলা করা এখন জরুরী হয়ে পড়েছে। তিনি জনগণকে পাশে থাকার আহবান জানিয়ে বলেছেন, আমি তার বিরুদ্ধে অবশ্যই মামলা করবো, আপনারা আমার পাশে থাকবেন।
/এসএস