
সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে আজও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী শত্রুদের কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে বলে জানিয়েছে সিরিয়ার টিভি চ্যানেল আল-আখবারিয়া।
আবার ইহুদিবাদী ইসরাইলের কোনো কোনো সূত্র বলছে, ইসরাইলি জঙ্গিবিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। একটি গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে তারা জানিয়েছে।
কিছু সূত্র বলছে, সন্ত্রাসীদের পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দখলদার ইসরাইল সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সমর্থনে মাঝেমধ্যেই দেশটির সেনা অবস্থান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে থাকে। এ পর্যন্ত সিরিয়া এ ধরনের বহু হামলা প্রতিহত করেছে।
আইএ/পাবলিক ভয়েস