
`তোমরা হাতে বন্দুক নিয়ে নিজেদের লোক মারছো, নিরাপত্তা রক্ষীদের মারছো। কেন তোমরা তাদের মারছো? যারা কাশ্মীরের সম্পদ লুঠ করে নিচ্ছে, তাদের মধ্যে এখনও কেউ মরেছে? বন্দুকের সাহায্যে কিছু পাওয়া যায় না।' গতকাল রবিবারের কার্গিলের একটি জনসভায় ভাষণে এসব কথা বলেন রাজ্যপাল।
তিনি বলেন, সন্ত্রাসীদের বন্দুকের নিশানায় এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরের কোনও দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের মৃত্যু হয়নি, মরছে শুধু নিরাপত্তা রক্ষীরা, ওই জনসভায় এমনটাই ইঙ্গিত দেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল।
রাজ্যপালের এ অশুভ মন্তব্যের তীব্র বিরোধিতা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি সত্য পাল মালিকের এই মন্তব্যের প্রসঙ্গে বলেন, “এর পরে কোনও রাজনীতিবিদ বা অবসরপ্রাপ্ত আমলা খুন হলে তার জন্য রাজ্যপালের এই মন্তব্যই দায়ি হবে।”
আইএ/পাবলিক ভয়েস