
ভারতের উত্তর প্রদেশে বজ্রাঘাতে কমপক্ষে ৩২ জনর মৃত্যু ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও ১৩ জন। মাত্র একদিন আগেই বজ্রপাতে নিহত হন আরও একজন। আজ রোববার প্রদেশটির বিভিন্ন জেলায় বজ্রাঘাতে তারা নিহত হন বলে জানিয়েছে দেশটির সরকার।
সে দেশে বজ্রপাতে প্রাণহানি কোনো নতুন ঘটনা নয়। প্রতিবছর ভারতে বজ্রপাতে ২৫শ মানুষ মারা যায় বলে এক পরিসংখ্যান থেকে জানা গেছে।
সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন কানপুরের, ৪ জন ঝানসির, হামিরপুরের ৩ জন, ফতেহপুরের ২ জন, জালাউনের ১ জন এবং চিত্রাকোটের ১ জন। বাকিদের পরিচয় নিশ্চিত করা হয়নি। এর আগে গত শনিবার দেওরিয়ায় বজ্রপাতে আরো এক ব্যক্তি নিহত হন।
এছাড়া গত রোববার রাজস্থান রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ২৬ শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও আট নারীসহ আরো ১৮ শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর দু দিন আগে অর্থাৎ গত শুক্রবার বিহারে নেপালের সীমান্তবর্তী নাওদা জেলায় বজ্রপাতে মারা গেছে নয়জন। এদের মধ্যে আটজনই শিশু।
এদিকে বজ্রপাতে এত মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তিনি নিহতদের প্রতি পরিবারকে ৪’লাখ রুপি করে দেয়ার নির্দেশ দিয়েছেন।
জিআরএস/পাবলিক ভয়েস