
হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্ট, মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ আবদুর রহমান আস সুদাইস সৌদি আরবে হজ আদায়ের জন্য যাওয়া হাজিদের সঠিকভাবে হজ আদায়ে দায়িত্বশীলদের প্রতি সহযোগিতার আদেশ দিয়েছেন। আরব নিউজের বরাতে জানা যায়, হজ সুষ্ঠু ও সুন্দরভাবে আদায় করতে কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে তিনি এ আদেশ দিয়েছেন তিনি।
মদিনাতে সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির প্রশিক্ষণ বিভাগের পরিচালক মুসাইদ বিন হামিদ আল-হাজিলি বলেন, আমরা শুধু হাজিদের যাতায়াত সুন্দর ও সুষ্ঠ করতে মদিনাতে ৩ হাজার কর্মি নিয়োগ দিয়েছি। হাজিদের সব ধরনের সহযোগিতার জন্য সৌদি সরকার সবসময় লক্ষ্য রাখছে।
সৌদি আরবের ভিশন ২০৩০ এর প্রতি লক্ষ্য রেখে এ বছরের হাতে নেওয়া মক্কা ও মদিনার উন্নতি ও উন্নয়নের সব কাজ শেষ করার আদেশও দিয়েছেন সুদাইস।
আইএ/পাবলিক ভয়েস