
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিনের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির বিচার দাবির বিষয়টি 'অভিযোগ কমিটিতে' যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইবির টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিন বিরুদ্ধে ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্রী আয়েশা আক্তার (ছদ্মনাম) যৌন হয়রানির বিচার দাবি করে ইবি উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রমাণ স্বরূপ অভিযোগ পত্রের সাথে একটি অডিও ক্লিপ জমা দেয় ভুক্তভোগী ছাত্রী।
অভিযোগে আয়েশা আক্তার (ছদ্মনাম) জানান, অধ্যাপক মাহবুবুল আরিফিন তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে বহুবার তাঁর সাথে শারীরিক শারীরিক মেলামেশা করেছেন। কিন্তু, একদিন অধ্যাপক আরফিন কে একজন ম্যাডামের সাথে তার রুমে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর থেকে আরফিন তাঁকে নানা ভাবে এড়িয়ে চলতে থাকে এবং বিয়ের কথা বলতে গেলে আরফিন তা অস্বীকার করে এবং রেগে যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় তিনি প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ জুলাই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কল্পে গঠিত 'অভিযোগ কমিটি' তে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করেছে ইবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয় ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তপূর্বক সত্যতা যাচাই বাছাই করে দোষী ব্যক্তিকে চিহ্নিত করতে হবে।তাছাড়া ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য করণীয় পরামর্শ প্রদান করতে হবে।
ঘটনাটির একটি অডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়ার ফলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। দাবিতে ঘটনাটির সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রীর পাশে দাঁড়িয়েছে ইবি শাখা ছাত্রলীগ। উল্লেখ্য অভিযোগ কমিটিকে যথাসম্ভব দ্রুত রিপোর্ট পেশ করার জন্য প্রশাসনে থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।