
ইবনে সালেহ, বিশেষ প্রতিনিধি:- ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মাতরাহ্ শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহর মৃত্যুতে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মুফতি আব্দুল আলী কারিমীর সভাপতিত্বে ২০ জুলাই শনিবার হাটহাজারীস্থ আইএবি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক মাওলানা আজগর সালেহী। এসময় তিনি বলেন, হাফেজ আব্দুল্লাহর মৃত্যুতে ইসলামী আন্দোলন একজন নিবেদিত প্রাণ কর্মীকে হারালো। তিনি বলেন, হাফেজ আব্দুল্লাহ সংগঠনের জন্য জানপ্রাণ দিয়ে নিরলসভাবে কাজ করতেন। তিনি দীর্ঘ প্রবাস জীবনে কর্মব্যস্ততার মাঝেও সবসময় সংগঠনের কথা ভাবতেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলার সভাপতি মুহাম্মদ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ প্রমূখ।
/এসএস