
সাভারের তেঁতুলঝোড়ায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বলেন, গতকাল শনিবার দুপুরে তেঁতুলঝোড়া এলাকায় এক শিশুকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলেন এক নারী। এসময় এলাকাবাসী ছেলেধরা সন্দেহে ওই নারীকে আটকে রেখে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে, তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। একইসঙ্গে এ ঘটনার সত্যতা জানতে শিশু ও তার পরিবারের খোঁজ করা হচ্ছে। এছাড়া ঘটনাটিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস