
ময়মনসিংহের ফুলপুরে সোনিয়া খাতুন (১৩) নামের এক মাদরাসা ছাত্রী বন্যা পীড়িত মানুষ ও বন্যার পানি দেখতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। নিহত সোনিয়া খাতুন উপজেলার নগুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রী। গতকাল ( ২০ জুলাই) শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ ফায়ার ব্রিগেড লীডার সারোয়ারের নেতৃত্বে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল ৬টার দিকে সোনিয়ার লাশ উদ্ধার করে। এর আগে, শনিবার দুপরে সোনিয়া তার বান্ধবী রুমা ও খুশিসহ কয়েকজনের সাথে বন্যার পানি দেখতে বনগাঁও গ্রামে যায়। ডুবন্ত রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় পানির স্রোতে সোনিয়ার পা পিছলে খালে পড়ে নিখোঁজ হয়।
আইএ/পাবলিক ভয়েস