পাবলিক ভয়েস : নির্বাচনে বিজয়ী হওয়ার পর কর্মীদের উদ্দেশ্যে এমপি নিক্সন চৌধুরী বলেন, আপনারা অন্যায় করবেন না। নিজের হাতে আইন তুলে নিবেন না। ওরা যা করেছে আমরা তা করবো না। কিছু হলে আমি দেখবো।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয় চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন নিক্সন চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়লাভ করেন তিনি। নির্বাচন পরবর্তী দেওয়া কর্মীদের উদ্দেশ্যে এক বক্তৃতায় নিক্সন বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি ফরিদপুর-৪ আসনকে উন্নত করার ব্যাপারেও আশ্বস্ত করেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আমি শপথের পর জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে ফরিদপুর-৪ আসনকে মডেল আসন হিসাবে গড়ে তুলবো। ইতোপূর্বে আমি বলেছিলাম বর্তমান সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনারা তার প্রমাণ পেয়েছেন। জনগণের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রশাসনের সুন্দর মন মানসিকতার জন্যই সমগ্র আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।’
নির্বাচনের পরদিন ৩১ ডিসেম্বর সকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
https://youtu.be/A5GLP7YED-I