
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ছেলেধরা সন্দেহে এক নারীকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে ও পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জিআরএস/পাবলিক ভয়েস