পাবলিক ভয়েস : মহাজোটের শরিক জাতীয় পাটির অবস্থান এখনও চূড়ান্ত নয়। দলের পার্লামেন্টারী বোর্ড এ বিষয়ে আজ সিদ্ধান্ত গ্রহণ করবে। গতকাল পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শেষে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সভায় দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মেজর জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, এস এম ফয়সল চিশতী উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি সরকারের সঙ্গে থেকে রাষ্ট্র পরিচালনার অংশিদার হবে নাকি বিরোধীদলের ভূমিকা পালন করবে তা এখনও জানা যায়নি। দশম সংসদে তারা বিরোধীদলে থাকলেও কার্যত সরকারের অংশীদার হয়েই কাজ করেছে। এবার তাদের ভূমিকা কী হবে সে বিষয়ে আজ শপথ পরবর্তী পার্টির পার্লামেন্টারী সদস্যদের বৈঠকের পর জানা যাবে।
তবে সংসদে বিরোধীদল হতে গেলে ১০ শতাংশ আসন থাকতে হয়, সেখানে জাতীয় পার্টির আসন ২২টি। এ বিষয়ে এবং মন্ত্রিত্বের ব্যাপারে তাদের অবস্থান কী হবে জানতে চাইলে জি এম কাদের বলেন, সার্বিক রাজনৈতিক অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেবো। এই নির্বাচনে আসন সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের পরই আমাদের অবস্থান। আমরা মহাজোটে ছিলাম, এখনও আছি। দেশ ও মহাজোটের স্বার্থ বিবেচনায় রেখে পার্টির সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হবে সংসদে জাতীয় পার্টির ভূমিকা কী হবে।
জাাতীয় পার্টি সরকারে থাকছে কি না এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না। সবরকম সম্ভাবনাই আছে। জাতীয় পার্টি সংসদে যাওয়ার পর কারা মন্ত্রিত্ব পাবেন, এ নিয়ে এখনও কিছু ঠিক হয়নি। আমরা এটা নিয়ে মহাজোটের সঙ্গে আলোচনা করবো। মহাজোটের সবচেয়ে বড় শরিক দল জাতীয় পার্টি ‘মহাজোটের স্বার্থেই’ কাজ করবে।