ডেস্ক রিপোর্ট: ধানের শীষে ভোট দেওয়ায় গণধর্ষণের শিকার নোয়াখালী সুবর্ণচরের চার সন্তানের জননী পারুল বেগম একটি ভিডিও বার্তায় ছাত্র সমাজের কাছে বিচার চেয়েছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দেশের সব সন্তানরাই আমার ছেলে এবং আমি দেশের সব ছেলে ও ছাত্রদের মা। আমি মা হিসেবে ছেলেদের কাছে বিচার চাই। আর কোনো মা যেনো এভাবে নির্যাতিত না হন।
তিনি তার চার সন্তান ও নিজের নিরাপত্তা দাবী করেন। পাশাপাশি দোষীদের শাস্তিও দাবী করেন।
প্রসঙ্গত: গত (৩১ ডিসেম্বর) চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০/১২ কর্মী মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। চর জুবিলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুবর্ণচর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমীনের নেতৃত্বে এই পাশবিক কাজ করা হয়েছে বলে জানান ওই নারী। তিনি বলেন, “তারা আমাকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর করেছিলো, কিন্তু আমি তাদের কথা না শুনে ধানের শীষে ভোট দিয়েছি।”
ভিডিও
https://m.youtube.com/watch?v=supPnzyqQLo&feature=youtu.be#menu