
নেত্রকোণার দুর্গাপুরে সেফটি ট্যাংকিতে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিনের বাড়িতে ট্যাংকির ভেতরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন, একই এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহান (৩০) ও উমর আলী তালুকদাদের ছেলে মোস্তফা (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিন বাড়িতে সেফটি ট্যাংকিতে কাজ করতে নেমে মোস্তফা ও শাহজাহান মিয়া অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত উদ্ধার করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বন্ধ থাকা ট্যাংকিতে গ্যাস জমে বিষাক্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা হচ্ছে।
জিআরএস/পাবলিক ভয়েস